ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পড়ে থাকা জমি কৃষির আওতায় আনবো: কৃষিমন্ত্রী

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
পড়ে থাকা জমি কৃষির আওতায় আনবো: কৃষিমন্ত্রী

মৌলভীবাজার: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, কৃষকের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগ থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছেন। দেশের যেসব মানুষ বেকার তাদের কৃষি কাজে লাগাবো।

পড়ে থাকা জমি চাষের আওতায় আনবো। আমি উদ্যোগ নিয়ে কৃষি কাজে মানুষকে উৎসাহিত করবো।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল এসে পৌঁছালে মন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তিনি এ কথা বলেন।

আব্দুস শহীদ বলেন, কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন চিন্তা করা যায় না।  

মন্ত্রিত্ব গ্রহণ করার পর এ প্রথম তার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল এসে পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নেতা-কর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন মন্ত্রী। এর আগে মন্ত্রীকে ঢাকা থেকে আসার পথে সাতগাঁও মুসাই এলাকায় বরণ করে নেন নেতা-কর্মীরা।  

উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর এ প্রথম তিনি শ্রীমঙ্গলের মাটিতে পা রেখেছেন। এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে আনন্দধারার কোনো কমতি ছিল না। স্বাধীনতার পর মৌলভীবাজার-৪ আসনে অর্থাৎ শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকায় কোনো পূর্ণমন্ত্রী ছিলেন না। এবারই প্রথম পূর্ণমন্ত্রী পেল শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসী। পূর্ণ মন্ত্রিত্ব পাওয়ায় দুই উপজেলার মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।

বৃহস্পতিবারের গণসংবর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মোসাদ্দেক আহমদ মানিক, ইমতিয়াজ আহমদ বুলবুল, ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৪
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।