ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একদিন ছুটির পর সচল হিলি স্থলবন্দর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
একদিন ছুটির পর সচল হিলি স্থলবন্দর

দিনাজপুর: ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চলছে পুরোদমে।  

সোমবার (১৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় পূর্ব সিদ্ধান্ত মোতাবেক ১৭ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। সোমবার যথারিতি বন্দরের কার্যক্রম চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।