ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ

খাগড়াছড়ি: সরকারের বেঁধে দেওয়া দামে বিক্রিতে লোকসান হচ্ছে দাবি করে খাগড়াছড়িতে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।  

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল থেকে খাগড়াছড়ি শহরের প্রধান বাজারে গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি বন্ধ করে দেওয়া হয়।

এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা।  

ব্যবসায়ীদের দাবি, গরুর মাংস কেনা পড়ছে এখন আনুমানিক ৮শ টাকা। এর মধ্যে হঠাৎ করে ৬৬৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে সরকারিভাবে। এ দরে বিক্রি করলে লোকসান হচ্ছে দেখে মাংস বিক্রি বন্ধ রাখা হয়েছে। একই দাবি ব্রয়লার মুরগি ব্যবসায়ীদের।  

এদিকে ব্রয়লার মুরগি ও গরুর মাংস ছাড়াও সরকারিভাবে নির্ধারিত মূল্যে অনেক পণ্য বিক্রি অসম্ভব বলছেন ব্যবসায়ীরা।

খাগড়াছড়ির মাংস বিক্রি সমিতির সাধারণ সম্পাদক রমজান আলী বাংলানিউজকে বলেন, গত তিন বছর ধরে আমরা ৭শ টাকা করে গরুর মাংস বিক্রি করছি। এখনতো সবকিছুর দাম বেশি। সেখানে যদি এখন ৬৬৫ টাকা করে বিক্রি করতে বলে তাহলে আমরা লোকসানে পরবো। তাই এটি সুরাহা না হওয়া পর্যন্ত আমরা গরুর মাংস বিক্রি করবো না।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) খাগড়াছড়ি জেলা সভাপতি সাংবাদিক আবু তাহের মুহাম্মদ বলেন, মাংস ব্যবসায়ীরা সাধারণ ভোক্তাদের জিম্মি করার চেষ্টা করছেন। প্রশাসনের উচিত এই সিন্ডিকেট ভাঙার জন্য বিকল্প চিন্তা করা।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৪
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।