ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে কুমিল্লায় ক্রেতাদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে কুমিল্লায় ক্রেতাদের ভিড় কুমিল্লায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য বিক্রি

কুমিল্লা: পবিত্র রমজানজুড়ে সাশ্রয়ী মূল্যে কুমিল্লায় বিক্রি হচ্ছে বসুন্ধরা গ্রুপের ভোগ্যপণ্য। ‘বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য’- এ স্লোগান সামনে রেখে প্রথম রমজান থেকে শহরের বিভিন্ন পয়েন্টে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু হয়।

 

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার ৩১টি পণ্য বিক্রি করা হচ্ছে। মানে ভালো এবং দামে সাশ্রয়ী হওয়ায় তা কিনতে ভিড় করছেন ক্রেতারা।

বুধবার (২০ মার্চ) নগরীর নিউমার্কেট এলাকায় দেখা যায়, ক্রেতারা পণ্য কিনছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা বাড়তে থাকে। তুলনামূলক কম দামে ভালোমানের পণ্য কিনতে পেরে উচ্ছ্বসিত তারা।  

আবদুল হাকিম নামে এক ক্রেতা জানান, প্রায় এক হাজার টাকার পণ্য কিনেছি। ২০০ টাকার মতো সাশ্রয় হয়েছে। বাজারের এ দুর্দিনে কিছুটা কম মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লাগছে।

মো. সোলায়মান মিয়া নামে আরেক ক্রেতা জানান, বসুন্ধরার পণ্যের সুনাম আছে। পবিত্র রমজান মাসে তাদের এমন চমৎকার উদ্যোগ প্রশংসনীয়।

ক্রেতা জসিম উদ্দিন জানান, টিসিবি ছাড়া কম দামে পণ্য বিক্রির এমন উদ্যোগ চোখে পড়ে না। টিসিবিতে পণ্য কিনতে অনেকে লজ্জা পান। কিন্তু বসুন্ধরার পণ্য কিনতে কাউকে দ্বিধায় পড়তে হচ্ছে না। রমজানে এমন কর্মসূচি নেওয়ায় বসুন্ধরা কর্তৃপক্ষের জন্য দোয়া রইল।  

বসুন্ধরা গ্রুপের কুমিল্লা ডিভিশনাল সেলস ম্যানেজার শামসুল আলম বলেন, আমরা কুমিল্লার বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রি করছি। পুরো রমজান মাসে এ কার্যক্রম চলবে।  

বসুন্ধরা গ্রুপের কুমিল্লা অঞ্চলের উইং ম্যানেজার দেবব্রত সাহা অপু বলেন, এ কর্মসূচি আমাদের চেয়ারম্যান মহোদয় হাতে নিয়েছেন। এটি অলাভজনক। মানুষের ভালোর কথা চিন্তা করে চেয়ারম্যান মহোদয় রমজানে বিশেষ এ কর্মসূচি চালু করেছেন।  

প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বসুন্ধরার পণ্য বিক্রির কার্যক্রম চলে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।