ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

একদিনে শেয়ারের দর সর্বোচ্চ ৩ শতাংশ কমতে পারবে: বিএসইসি 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
একদিনে শেয়ারের দর সর্বোচ্চ ৩ শতাংশ কমতে পারবে: বিএসইসি 

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পনিগুলোর শেয়ারের দর একদিনে সর্বোচ্চ ৩ শতাংশ কমতে পারবে। তবে দর বাড়ার ক্ষেত্রে আগের নির্দেশনায় বহাল থাকছে।

বুধবার (২৪ এপ্রিল) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়েছে।

বিএসইসির এ নতুন নির্দেশনা (২৫ এপ্রিল) থেকে কার্যকর হবে। তবে এক্ষেত্রে ফ্লোর প্রাইসে থাকা ৬ কোম্পানি কার্যকর হবে না। আর দর বৃদ্ধির ক্ষেত্রে আগের নিয়ম চলমান থাকবে।

নির্দেশনায় বলা হয়, একদিনে কোনো কোম্পানির শেয়ারের মূল্য সর্বোচ্চ ৩ শতাংশ পর্যন্ত কমতে পারবে। এরচেয়ে কম মূল্যে কেউ শেয়ার বিক্রি বা কিনতে পারবে না। এর আগে শেয়ারের বাজারমূল্যের আলোকে মূল্য সর্বনিম্ন ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত  কমতে পারতো।

তবে মূল্য হ্রাসের নতুন সীমা বেঁধে দেওয়া হলেও মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আগের সীমা-ই বহাল আছে। শেয়ারের আগের দিনের বাজার মূল্যের আলোকে পরদিন মূল্য সর্বনিম্ন ৩ দশমিক ৭৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারবে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৪
এসএমএকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।