ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের ডিএমডি হলেন আবু সাঈদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
পদোন্নতি পেয়ে সোনালী ব্যাংকের ডিএমডি হলেন আবু সাঈদ

ঢাকা: সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো. আবু সাঈদ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সোনালী ব্যাংক।

প্রজ্ঞাপনগুলো থেকে জানা যায়, ৯ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। ২৪ এপ্রিল অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সোনালী ব্যাংক পিএলসিতে পদায়ন করা হয়।

মো. আবু সাঈদ ২০০৪ সালে সিনিয়র প্রোগ্রামার (এসপিও) হিসেবে সোনালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন ডিভিশন, স্থানীয় কার্যালয়, বিভিন্ন জেনারেল ম্যানেজারস অফিস প্রধান ও প্রিন্সিপাল অফিস প্রধান হিসেবে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে একই বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে পেশাগত বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৪
জেডএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।