ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দাম স্থির থাকবে স্যানিটারি ন্যাপকিন-ডায়াপারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জুন ৬, ২০২৪
দাম স্থির থাকবে স্যানিটারি ন্যাপকিন-ডায়াপারের

ঢাকা: স্থানীয়ভাবে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের উৎপাদন উৎসাহিত করতে কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা আরও এক বছর বাড়ানো হয়েছে। ফলে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের দামে বাজেটের কোনো প্রভাব পড়বে না।

এসব পণ্যের দাম স্থির থাকবে। প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমন প্রস্তাব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ স্লোগানে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।

অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেন, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপারের স্থানীয়ভাবে উৎপাদনের লক্ষ্যে উৎপাদনে ব্যবহৃত কতিপয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার মেয়াদ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।

অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। এরআগে এ বাজেট মন্ত্রিসভায় অনুমোদন হয়, পরে ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০৬, ২০২৪
এইচএমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।