ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

টানা ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, জুন ১২, ২০২৪
টানা ৮ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর  সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা আটদিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম ও বন্ধ থাকবে।

 

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী শাহাবুদ্দিন বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।  

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী সোমবার (১৭ জুন) মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আযহা অনুষ্ঠিত হবে। সেহেতু শনিবার (১৫ জুন) থেকে শনিবার (২২ জুন) পর্যন্ত মোট আটদিন সোনামসজিদ শুল্ক স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  

আগামী শনিবার (২২ জুন) থেকে বন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে ঈদুল আযহার ছুটি উপলক্ষে বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন বিভাগ খোলা থাকবে। বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রীরা এই বন্দর ব্যবহার করে উভয় দেশে যাতায়াত করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।