ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক, লেনদেন ১০-৪টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
বুধবার থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক, লেনদেন ১০-৪টা ফাইল ফটো

ঢাকা: বুধবার (১৯ জুন) থেকে নতুন সময়সূচি সকাল ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলিয়ে চলবে ব্যাংক।

 

গত ৯ জুন আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়।

নির্দেশনা অনুযায়ী বুধবার থেকে ব্যাংকগুলোর লেনদেন শুরু হবে সকাল ১০টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকগুলোর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

পবিত্র ঈদুল আজহার আগ পর্যন্ত ব্যাংকে লেনদেন হয়েছে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা এবং ব্যাংকগুলোর লেনদেন বহির্ভূত অন্যান্য কার্যক্রম  চলেছে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসেবে ঈদের পর প্রথম কর্মদিবস থেকে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুন ১৯, ২০২৪
জেডএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।