ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুসলিম চৌধুরী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
সোনালী ব্যাংকের নতুন চেয়ারম্যান মুসলিম চৌধুরী

ঢাকা: সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক  অর্থসচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীকে রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বাজার বিভাগের উপসচিব আফসানা বিলকিস স্বাক্ষরিত  প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ মুসলিম চৌধুরিকে সোনালী ব্যাংকের পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদনে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর বিধান মোতাবেক তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদে মোহাম্মদ মুসলিম চৌধুরির পরিচালক ও চেয়ারম্যান হিসেবে যোগদানের তারিখ আবশ্যিকভাবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয় প্রজ্ঞাপনে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।