রাজশাহী: রাজশাহীতে মাসব্যাপী ক্ষুদ্র পণ্য বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগর ভবনের গ্রিনপ্লাজায় এ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ক্ষুদ্র পণ্য বাণিজ্যমেলায় সর্বমোট ৪৭টি স্টল রয়েছে। এর মধ্যে নিত্যপ্রয়োজনীয় ক্রোকারিজ সামগ্রী, বিভিন্ন খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস পণ্য, ভ্যারাইটি সামগ্রী, গিফট কর্নার, শিশু-কিশোরদের খেলনা সামগ্রী ছাড়াও ছোট সোনামণিদের বিনোদনে নাগরদোলাসহ তিনটি রাইডস রয়েছে। বাণিজ্যমেলা প্রাঙ্গণ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে রাজশাহীতে এ মেলার আয়োজন করা হয়েছে। রাজশাহীর অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নারী উদ্যোক্তাদের সুযোগ সৃষ্টিতে এ ধরনের উদ্যোগ বিশেষ ভূমিকা রাখে। এর ফলে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার বিস্তৃতি লাভ করে। ক্ষুদ্র উদ্যোক্তারা শুধু নিজেদের নয়, দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের কর্মকাণ্ড অব্যাহত রাখে এজন্য তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। কর্মসংস্থান সৃষ্টিসহ এ অঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হবে। মেলা আয়োজনে সার্বিক সহযোগিতা করায় তিনি সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনর সচিব মোবারক হোসেন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার শাকিলুর রহমান, উপসচিব তৈমুর হোসেন, সহকারী সচিব শমসের আলী, মেলার আয়োজক সূচনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোখলেসুর রহমান সিজার, বেনজির আহমেদ, ওবায়দুর রহমান পাখি, বিভিন্ন স্টলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২৪
এসএস/আরবি