ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৯৮৪ কোটি টাকার সার কিনবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
৯৮৪ কোটি টাকার সার কিনবে সরকার

ঢাকা: রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সৌদি আরব, মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে এক লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এরমধ্যে ৯০ হাজার টন ইউরিয়া, ৬০ হাজার টন টিএসপি এবং ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে৷ এসব সার কিনতে মোট ব্যয় হবে ৯৮৪ কোটি ৩ লাখ টাকা।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক ৬ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে ৬ষ্ঠ লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১৩৭ কোটি ৭৬ লাখ ১২ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারে দাম পড়েবে ৩৮২.৬৭ মার্কিন ডলার।

চলতি  ২০২৪-২০২৫ অর্থবছরে সৌদি আরেবর কৃষি পুষ্টি কোম্পানি  থেকে ৭ম লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবন অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৩৩ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৭০.৮৩ মার্কিন ডলার।

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশের কাছ থেকে ৭ম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৬ কোটি ২৭ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫০.৭৫ মার্কিন ডলার।


এদিকে কৃষি মন্ত্রণালয়ের আওতায় রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার৷ এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ৪০ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৪১৫.০০ মার্কিন ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস

মরক্কো এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আরেক চুক্তির আওতায় ১ম লটের ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার।  এতে ব্যয় ধরা হয়েছে ১৫০ কোটি ৩০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম ধরা হয়েছে ৪১৭.৫০ মার্কিন ডলার।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে মরক্কো ওসিপি নিউট্রিক্রপস এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)'র মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৬ কোটি ৮০ লাখ টাকা। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৫৯৭.৫০ মার্কিন ডলার।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ১৩,২০২৪
জিসিজি/জেএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।