ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২ লাখ ৩০ হাজার টন ইউরিয়া-এমওপি সার কিনছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
২ লাখ ৩০ হাজার টন ইউরিয়া-এমওপি সার কিনছে সরকার

ঢাকা: রাশিয়া, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও সৌদি আরব থেকে দুই লাখ ৩০ হাজার টন সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৮৯৭ কোটি ৮৫ লাখ ৬৪ হাজার টাকা।

এর মধ্যে এক লাখ ২০ হাজার টন ইউরিয়া এবং এক লাখ ১০ হাজার টন এমওপি রয়েছে।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক কয়েকটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিন্টরগ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় চতুর্থ লটের ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি ৩১ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২৮৯ দশমিক ৭৫ ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় সপ্তম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ০৮ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২৮৯ দশমিক ৭৫ ডলার।

রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় অষ্টম লটের ৪০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ১৩৬ হাজার ৮ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ২৮৯ দশমিক ৭৫ ডলার।

এ ছাড়া শিল্প মন্ত্রণালয়ের আওতায় সার আমদানির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।  

এর মধ্যে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে প্রথম লটের ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৮ দশমিক ৩৩ ডলার।

শিল্প মন্ত্রণালয়ের আওতায় চলতি ২০২৪-২০১৫ অর্থবছরের জন্য কাতারের কাতার এনার্জি মার্কেটিং থেকে পঞ্চম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৮ দশমিক ৩৩ ডলার।  

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে অষ্টম লটের ৩০ হাজার টন বাল্ক প্রিলড ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৩১ কোটি ৪০ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৬৫ ডলার।

আরেক প্রস্তাবে চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সৌদি আরবের কৃষি পুষ্টি কোম্পানি (সাবিক) থেকে নবম লটের ৩০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১২৮ কোটি ৯৯ লাখ ৮৮ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৫৮ দশমিক ৩৩ ডলার।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।