ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাবান্ধা দিয়ে দেশে এল ১০০ মেট্রিক টন চাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
বাংলাবান্ধা দিয়ে দেশে এল ১০০ মেট্রিক টন চাল

পঞ্চগড়: বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে সড়কপথে চলাচলের একমাত্র স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর।  

এ বন্দরটি দিয়ে পাথরের পাশাপাশি এবার ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাল আমদানির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।  

এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে চালগুলো আমদানি করা হয়।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, মূলত পাথরের ওপর নির্ভরশীল এ বন্দর। প্রতিদিন প্রচুর পাথর আমদানি হয়। এর মধ্যে আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারি অনুমোদন সাপেক্ষে এ বন্দর দিয়ে বিভিন্ন সামগ্রী আমদানি হয়ে থাকে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার স্থলবন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়। চালগুলো সিঅ্যান্ডএফ এজেন্ট পহর ইন্টারন্যাশনালের মাধ্যমে আমদানি করেছে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪  
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।