ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোলায় ব্যতিক্রমী চাকরিমেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
ভোলায় ব্যতিক্রমী চাকরিমেলা অনুষ্ঠিত

ভোলা: ভোলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীর জন্য চাকরিমেলা।  

শুক্রবার (২৯ নভেম্বর) শহরের হাসপাতাল সড়কের একটি কমিউনিটি সেন্টারে দিনব্যাপী ব্যতিক্রমী এ মেলার আয়োজন ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

চাকরি প্রত্যাশী, প্রশিক্ষক ও উদ্যোক্তাদের মিলনমেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ।  

প্রশিক্ষণ শেষে নিজের দক্ষতাকে কাজে লাগাতে কর্মসংস্থানের আশায় ছুটে এসেছেন চাকরি প্রত্যাশী নারীরা।  

এছাড়া তাদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরিকৃত পণ্যের স্টল বসানো হয়েছে। সেখানে ভিড় ছিল দর্শনার্থীদের। মেলায় স্টলে স্টলে প্রদর্শন করা হয় নানা রকম বাহারি পণ্য। মেলায় এসে ভবিষ্যতে উদ্যোক্তা হতে আগ্রহ দেখিয়েছেন নারীরা।

এদিকে প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নারীরা।

তারা হাতের কাজ শিখে নিজেকে তৈরি করেছেন। এখন কর্মসংস্থানের আশায় ছুটে এসেছেন মেলায়।  

কয়েকজন প্রশিক্ষণার্থী বলেন, প্রশিক্ষণ নিয়ে আমরা নিজেদের তৈরি করেছি। কর্মসংস্থান পেলে ভবিষ্যতে উদ্যোক্তা হতে পারব।

প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে বায়োডাটা সংগ্রহ করছেন উদ্যোক্তারা।  

উদ্যোক্তা প্রমিতা এনি, সুমাইয়া আক্তার এবং ফারজানা হাসি বলেন, প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে আমরা বাছাই করে বেশ কয়েকজনকে কর্মসংস্থানের সুযোগ দেব।  

ইএসডিও প্রজেক্ট ম্যানেজার শাহরিয়ার মাহমুদ বলেন, কর্মসংস্থানের লক্ষ্যেই এমন আয়োজন। আমরা মনে করছি, এ মেলার মাধ্যমে চাকরি প্রত্যাশী, চাকরিদাতা প্রতিষ্ঠান এবং উদ্যোক্তাদের মধ্য একটা সেতুবন্ধন তৈরি হবে।  

বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এ মেলার আয়োজন করে।  

তারা বিভিন্ন মেয়াদে আট ক্যাটাগরিতে জেলার ১১৪৫ জন অসহায় নারীকে প্রশিক্ষণ দিয়েছেন। সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনজুর হোসাইন।

এ মেলায় দুই শতাধিক নারী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।