ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিজমায়েস্ট্রোজ: এবারের বিজয়ী ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের দল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
বিজমায়েস্ট্রোজ: এবারের বিজয়ী ঢাবির ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের দল

ঢাকা: শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) তাদের ফ্ল্যাগশিপ বিজনেস প্রতিযোগিতা ‘বিজমায়েস্ট্রোজ’র ১৫তম আসর সম্পন্ন করেছে।  

শীর্ষ পাঁচ প্রতিযোগী দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের মো. তাহমিদুর রহমান খান, নুসরাত ফৌজিয়া নিশু ও মাইশা ইসলাম মোনামী’র দলটি মর্যাদাপূর্ণ এই ব্যবসায়িক প্রতিযোগিতার বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান; ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) চেয়ারম্যান ও ক্লিংক অ্যাডভাইজরি’র প্রতিষ্ঠাতা মমিনুল ইসলাম। এছাড়াও ইউনিলিভার বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দদের মধ্যে সিএফও এন্ড ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক; মার্কেটিং ডিরেক্টর (হোম কেয়ার) শাদমান সাদেকীন; মার্কেটিং ডিরেক্টর (বিউটি অ্যান্ড ওয়েলবিয়িং) জাহীন সাজিদুল ইসলাম বিচারক প্যানলে ছিলেন।   

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, মানবসম্পদ পরিচালক দুরদানা কবির, জুরি সদস্য এবং ব্যবস্থাপনা কমিটির সদস্যরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  

প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি)-এর শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দলটি। এই দলের সদস্যরা হলো মো. শামসুল আরেফিন চৌধুরী, হৃদিতা ইসলাম ও সওদা মুনতাহা।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) এর সামিহা রহমান, আফরা নাওয়াল ও রাইয়ান ইবনে হোসেন দ্বিতীয় রানার-আপের মর্যাদা অর্জন করেন।

‘বিজমায়েস্ট্রোজ’ ২০২৪-এর থিম ছিল ‘পাওয়ার অব ইউ’, যা অংশগ্রহণকারীদের তাদের অনন্য উৎসাহ ও উদ্দীপনা প্রকাশে উৎসাহ প্রদান করেছে। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের ইউনিলিভারের পোর্টফোলিও থেকে প্রকৃত ব্যবসায়িক পরিস্থিতি মোকাবেলা করার সুযোগ প্রদান করেছে, যা তাদের সমস্যা সমাধান ও কৌশলগত চিন্তাভাবনার দক্ষতা উন্নত করতে সহায়ক হয়েছে।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীদের অনলাইন আবেদনের মাধ্যমে তিনটি রাউন্ডে প্রতিযোগিতাটি শুরু হয়, যেখানে হাজারো শিক্ষার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। দ্বিতীয় রাউন্ডে ৪৫ জন নির্বাচিত শিক্ষার্থী ব্যাপক পরামর্শ, বুটক্যাম্প ও কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হন। এখান থেকে চূড়ান্ত পর্বের জন্য শীর্ষ পাঁচটি দলকে নির্বাচিত করা হয়।  

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দলটি  ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ (এফএলএল) ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, যেখানে তারা বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।  

এছাড়াও শীর্ষ ৫ দলের সকল সদস্যই ইউনিলিভার বাংলাদেশে ইন্টার্নশিপ ও ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে সুযোগ পাবেন। এর মাধ্যমে তারা প্রতিষ্ঠানটির গতিশীল সংস্কৃতি ও বৈচিত্র্যময় কর্মকাণ্ডের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।  

ইউনিলিভার বাংলাদেশ তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের সমৃদ্ধ ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি দেশে প্রতিভা বিকাশের শীর্ষস্থানীয় অগ্রদূত হিসেবে ইউনিলিভার বাংলাদেশের অবস্থানকে আরও মজবুত করবে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
এমআইএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।