ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঝিনাইদহে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
ঝিনাইদহে কিং ব্র্যান্ড সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট আয়োজিত ‘শৈল্পিক নির্মাণে রাজমিস্ত্রিদের অবদান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা শহরের নলডাঙ্গা সড়কের হাজি রফি উদ্দিন অ্যান্ড সন্সের নিজ প্রতিষ্ঠানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কালীগঞ্জ পরিবেশক হাজি রফি উদ্দীন অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী রাশিদুল হাসান রুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের ডিজিএম (সেলস) সাউথ বেঙ্গল ডিভিশনের শাহাদাৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের কুষ্টিয়া ডিভিশনের ডিএসএম জাফরুল ইসলাম, কিং ব্রান্ড সিমেন্টের এএসএম মো. সাইফুল ইসলাম শোভন, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান বাবলু, ইঞ্জিনিয়ার কাউসার হোসেন, বসুন্ধরা সিমেন্টের টিএসই মো. কামরুজ্জামান, কিং ব্র্যান্ড সিমেন্টের টিএসএম সনঞ্জয় কুন্ডু প্রমুখ।

অনুষ্ঠানে স্থাপনা নির্মাণ কৌশল এবং নির্মাণ সংক্রান্ত কিং ব্র্যান্ড সিমেন্টের অবদানের কথা তুলে ধরা হয়। সেই সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় কিং ব্র্যান্ড সিমেন্টের ডিলারসহ ৫০ জন রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। এরপর কর্মশালা শেষে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। এতে ৩০ জনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া সবাইকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে একটি করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রাইভেট কোম্পানির মধ্যে সর্বপ্রথম কিং ব্র্যান্ড সিমেন্ট বাজারে আসে। এর আগে বিদেশি সিমেন্ট চলতো। উন্নত মানের পদ্ধতিতে এই সিমেন্ট তৈরি করা হয়। নিজস্ব পরীক্ষাগারে পরীক্ষা করার পর এই সিমেন্ট বাজারে ছাড়া হয়। তাই দেশব্যাপী এই সিমেন্টের চাহিদা অনেক বেশি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিরা কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহার করে তাদের কাজের বাস্তব অভিজ্ঞতা ও তাদের নির্ভরতার কথা উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।