ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে লেনদেনে বিলম্ব: ডিএসই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে লেনদেনে বিলম্ব: ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটেছে।  

রোববার (৫ জানুয়ারি) ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটেছে। সমস্যাটি সমাধানের জন্য নির্ধারিত সময় সার্বিক লেনদেন স্থগিত রাখা হয়। ডিএসইর আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু করা হয় এবং লেনদেন কার্যক্রম বিকেল ৩টা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

যথা সময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সবার সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।  

উল্লেখ্য যে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ডিএসই ও সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে।

আজ কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বাভাবিক লেনদেনে বিঘ্ন ঘটেছিল। তবে বেলা সাড়ে ১১টা থেকে ডিএসইর লেনদেন চালু হয়।

এদিকে কারিগরি ক্রুটির কারণে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ব্রোকারেজ হাউসগুলো লেনদেন করতে পারেনি।

এর আগে লেনদেন বন্ধ থাকার কারণ হিসেবে ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, কারিগরি সমস্যার কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে। তবে আমাদের লোকজন কাজ করছেন। দ্রুতই ঠিক হয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এসএমএকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।