ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আরও পাঁচ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
আরও পাঁচ ব্যাংকের এমডি বাধ্যতামূলক ছুটিতে ফাইল ছবি

ব্যাংক খাত সংস্কারে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত টাস্কফোর্সের পরামর্শে আরও পাঁচ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এগুলো হলো- এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।

রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আন্তর্জাতিক নিরীক্ষার সুবিধার্থে আরও পাঁচ ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানো হয়েছে। আজ রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এসব ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠক হয়। বৈঠকে ব্যাংকগুলোর এমডিদের সরানোর নির্দেশ দেওয়া হয়।  

এর আগে এসব ব্যাংকের এমডিকে ছুটিতে পাঠানোর বিষয়টিতে স্ব স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদও সায় দেয়।

গতকাল শনিবার দায়িত্বে অবহেলার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এমডি সৈয়দ ওয়াসেক মো. আলীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। আলোচিত এস আলম গ্রুপের জন্য অনিয়মের মাধ্যমে ঋণ ছাড়ে তার দায়িত্বে অবহেলা পায় কর্তৃপক্ষ। আজ রোববার থেকে আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, ছয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠানোর বিষয়টি স্ব স্ব ব্যাংকের বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এসব ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করার জন্য কাজ শুরু হয়েছে। এসব ব্যবস্থাপনা পরিচালক যেন কোনো রকম হস্তক্ষেপ করতে না পারেন, সেজন্য তাদের এই সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে। এছাড়া একটি অডিট কার্যক্রম শুরু হবে, তাতে যেন তারা কোনো রকম অযাচিত হস্তক্ষেপ না করতে পারেন। অর্থাৎ এই প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ যেন তারা না করতে পারেন সেজন্য তাদের এই সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, অডিটে এসব এমডির যদি কোনো ধরনের অনিয়মে সম্পৃক্ততা না পাওয়া যায়, তাহলে তারা আবার কাজে যোগদান করবেন। যদি তাদের কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া যায় তাদের বিরুদ্ধে চিন্তাভাবনা করতে হতে পারে। ছয় ব্যাংকের এমডির বিষয়ে যা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক রীতি মেনে করছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ধুঁকতে থাকা ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে পরিবর্তন শুরু করে নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রীয় ব্যাংক। দ্রুত সময়ের মধ্যে এসব পরিবর্তন আসতে থাকে। একই সময়ে আর্থিক খাতের সংস্কারে টাস্ক ফোর্স গঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
জেডএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।