ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অবরোধের প্রভাবে ধুনটে প্রতি লিটার দুধ ২৫ টাকা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
অবরোধের প্রভাবে ধুনটে প্রতি লিটার দুধ ২৫ টাকা প্রতীকী

ধুনট (বগুড়া): বিএনপিসহ ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের কারণে বগুড়ার ধুনট উপজেলার হাট-বাজারে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে মাত্র ২৫ টাকায়।

৬ জানুয়ারি থেকে অবরোধ চলছে।

এর আগে ধুনটে প্রতি লিটার দুধ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়।

অবরোধের প্রথম দিন থেকে হঠাৎ করেই দুধের দাম কমে যাওয়ায় গাভির মালিকরা বিপাকে পড়েন।

ধুনট উপজেলার মথুরাপুর বাজারের দুধ বিক্রেতা আসাদুল ইসলাম বাংলানিউজকে বলেন, শীতের শুরুতে গ্রামের মানুষের মধ্যে দুধপিঠা খাওয়ার ধুম পড়ে। প্রতি বছর এই সময় প্রতি লিটার দুধ বিক্রি হয় ৬০ থেকে ১০০ টাকায়। অন্যান্য বছরের মতো তিন দিন আগেও ৬০ টাকা দরে দুধ বিক্রি করেছি। অথচ অবরোধের কারণে এখন প্রতি লিটার দুধ বিক্রি করতে হচ্ছে মাত্র ২৫/৩০ টাকায়।

ধুনটে দুধের পাইকারি ক্রেতা আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, অবরোধে পরিবহন সমস্যার কারণে বাজার থেকে দুধ কিনে স্টোরে (মোকাম) পাঠানো সম্ভব হচ্ছে না। তাই দুধের দাম কমে গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।