ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৩৩ কোটি টাকার নিজস্ব অর্থায়নে রসিকের উন্নয়ন কাজ চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫
৩৩ কোটি টাকার নিজস্ব অর্থায়নে রসিকের উন্নয়ন কাজ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: ৩৩ কোটি টাকার নিজস্ব অর্থায়নে রংপুর সিটি করপোরেশনের (রসিক) বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে রংপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডে অভিরাম মনোহর এলাকায় সড়ক কারপেটিং কাজের উদ্বোধনকালে রসিক মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু এ কথা জানান।



তিনি জানান, ৩৩ কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ৬০ গ্রুপ ও পরে ৮২ গ্রুপের মোট ১৪২টি রাস্তা, ড্রেন, কালভাট পর্যায়ক্রমে নির্মাণ করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সরওয়ার মীর্জা, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলী, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান চৌধুরী, কার্য সহকারী মাসুদ রানা সুজন, রংপুর ক্রোকারিজ ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন মোল্লা, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস আলী বাবলু, আনসার আলী, সোহেল রানা, মাহমুদুল হাসান সুমন, ঠিকাদার শফিকুল ইসলাম জাদু, নয়া মিয়া, শহীদুল ইসলাম দুখু, রফিকুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।