ঢাকা: আইন লঙ্ঘন করে ১৬টি বিমা কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে অনিয়ম করা হচ্ছে। এ কোম্পানিগুলোর মধ্যে ৯টি সাধারণ বিমা কোম্পানি ও ৭টি জীবন বিমা কোম্পানি।
বাংলানিউজের অনুসন্ধানে এমন তথ্য পাওয়া গেছে।
কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, প্রভাতী ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, গার্ডিয়ান লাইফ, প্রগ্রেসিভ লাইফ, বায়রা লাইফ, আলফা ইসলামী লাইফ ও হোমল্যান্ড লাইফ।
অনুসন্ধানে জানা গেছে, আতাউর রহমান মজুমদার প্রভাতী ইন্স্যুরেন্স’র এমডি পদে যোগদেন ২০০৮ সালে। প্রভাতীর এমডি পদে যোগ দেওয়ার আগে তিনি কোন কোম্পানিতে কাজ করেননি। অধুনালুপ্ত বিমা অধিদপ্তরের কন্ট্রোলার থেকে সরাসরি প্রভাতী ইন্স্যুরেন্স’র এমডি পদে যোগদান করেন। আর প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা-২০১২ পাসের পর নতুন করে অনুমোদন না নিয়েই এমডি পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
অথচ বিমা আইন অনুযায়ী এমডি পদে নিয়োগ পেতে হলে বিমা কোম্পানিতে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ বিষয়ে মূখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা-২০১২ তে বলা হয়েছে, বিমা কোম্পানির এমডি পদে নিয়োগ পেতে একই শ্রেণির বিমা কোম্পানিতে ১৫ বছরে চাকরির অভিজ্ঞতাসহ এমডির অব্যবহিত নিম্নপদে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আতাউর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, এমডি পদে যোগদানের আগে আমি কোন বিমা কোম্পানিতে কাজ করিনি এ কথা সত্য। তবে আমি যে সময় এমডি পদে যোগদান করি সে সময় এ ধরনের কোন নিয়ম ছিলো না। নতুন করে এ নিয়ম করা হয়েছে। প্রবিধান পাসের পর অনুমোদন নিয়েছেন কি না এমন প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।
ইউনিয়ন ইন্স্যুরেন্সে এমডি পদে দায়িত্ব পালন করছেন এসকে আব্দুর রফিক। বর্তমানে তিনি ইউনিয়ন ইন্স্যুরেন্স’র এমডির পাশাপাশি জীবন বিমা কর্পোরেশনের পরিচালক পদেও রয়েছেন। অথচ আইন অনুযায়ী কোন বিমা কোম্পানির এমডি অন্য কোম্পানির পরিচালক পদে থাকতে পারেন না। এ ছাড়া এই বিমা ব্যক্তির এমডির অব্যবহিত নিম্নপদে অর্থাৎ বিমা কোম্পানিতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ৩ বছরের চাকরি করার অভিজ্ঞতা নেই।
ইউনিয়ন ইন্স্যুরেন্স’র এমডি পদে আব্দুর রফিক যোগ দেন ২০১২ সালের জুন মাসে। এর আগে তিনি ২০০৯ সালে নর্দানে সিনিয়র ইভিপি ছিলেন। নর্দানে থাকাকালীনই তিনি জীবন বিমা কর্পোরেশনের পরিচালক নির্বাচিত হন।
কোম্পানিটিতে এমডি পদে আব্দুর রফিক যোগ দেওয়ার আগে ৩ মাস অবৈধভাবে(নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া) এ পদে দায়িত্ব পালন করেন সৈয়দ আতাউর রহমান।
অনিয়মের বিষয়ে আব্দুর রফিক বাংলানিউজকে বলেন, আমি কোন কোম্পানিতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কাজ করিনি এ কথা সত্য। আর জীবন বিমা কর্পোরেশনের সঙ্গে জড়িত থাকার কারণে এখনো ইউনিয়ন ইন্স্যুরেন্সে পূর্ণাঙ্গ এমডি হয়নি। পূর্ণাঙ্গ এমডি হলে জীবন বিমা কর্পোরেশনের পদ ছেড়ে দেবো।
বিমা আইনে এমডিদের শিক্ষাগত যোগ্যতা ৩ বছরের স্নাতক ও এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি রাখা হয়েছে। অথচ শুধু বিএ পাশ করেই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স দীর্ঘদিন ধরে এমডি পদে দায়িত্ব পালন করছেন অমর কৃষ্ণ শাহ।
২০১৪ সালের জুলাই মাস থেকেই নিয়মিত এমডি শূন্য গ্লোবাল ইন্স্যুরেন্স। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোশারফ হোসেন এমডি পদে চলতি দায়িত্ব(সিসি) পালন করছেন। তবে বিমা আইনে এমডি পদে সিসি নিয়োগের কোন বিধান নেই। এছাড়া আইন অনুযায়ী ৩ মাসের বেশি এমডি পদ খালি রাখা যাবে না।
দেশ জেনারেল ইন্স্যুরেন্সে ২০১৩ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত অনুমোদন ছাড়াই এমডি পদে দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান। বর্তমানে প্রতিষ্ঠানটির এমডি পদে রয়েছেন কাজী মোকাররাম দাস্তগীর। এমডি পদে নিয়োগের আগে মোকাররাম দাস্তগীরের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে বিমা ব্যবসার প্রমাণ রয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের সূত্র ধরে ২০১৪ সারের ২২ সেপ্টেম্বর ‘তবুও দেশ জেনারেলের এমডি মোকাররাম’ শিরোনামে বাংলানিউজে প্রতিবেদন প্রকাশ করা হয়।
এশিয়া ইন্স্যুরেন্সে এমডি পদে চলতি দায়িত্ব পালন করছেন বিদু ভূষণ চক্রবর্তী। অনিয়মের অভিযোগে ২০১১ সালে সাধারণ বিমা কর্পোরেশন থেকে সাময়িক বরখাস্ত হন তিনি। বর্তমানে এ বিষয়ে উচ্চ আদালতে একটি মামলা চলমান রয়েছে। বিদু ভূষণ’র আগে প্রতিষ্ঠানটিতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়াই ৩ বছর অবৈধভাবে দায়িত্ব পালন করেন শাহ কাশেম।
রিপাবলিক ইন্স্যুরেন্সে এমডি পদে চলতি দায়িত্বে রয়েছেন এএমএম মহিউদ্দিন আহমেদ। বিমা আইনে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা নেই মহিউদ্দিন আহমেদ’র। এ বিষয়ে ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর ‘অযোগ্য ব্যক্তিকে এমডি করতে চায় রিপাবলিক’ শিরোনামে বাংলানিউজে প্রতিবেদন প্রকাশ করা হয়।
রিলায়েন্স ইন্স্যুরেন্সে এমডি পদে দায়িত্ব পালন করছেন মো. খালেদ মামুন। তিনি ২০০৮ সালে প্রতিষ্ঠানটিতে যোগদান করেন। তবে কোন বিমা কোম্পনিতে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ৩ বছর চাকরি করার অভিজ্ঞতা নেই তার।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সে এমডি পদে রয়েছে ফারজানা চৌধুরী। প্রয়োজনীয় যোগ্যতা না থাকার পরও অর্থমন্ত্রীর বাল্যবন্ধুর মেয়ে হওযার কারণে তিনি এমডি পদে নিয়োগ পান। এ বিষয়ে বাংলানিউজে একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
এছাড়া পদ্মা ইসলামী লাইফ, এনআরবি গ্লোবাল লাইফ, গার্ডিয়ান লাইফ, প্রগ্রেসিভ লাইফ, বায়রা লাইফ, আলফা ইসলামী লাইফ ও হোমল্যান্ড লাইফে দীর্ঘ দিন ধরেই এমডি পদ খালি রয়েছে। এরমধ্যে হোমল্যান্ড লাইফে আজিজুল ইসলাম তালুকদার আইডিআরএ’র অনুমোদন ছাড়াই এমডি পদে দায়িত্ব পালন করছেন।
যোগাযোগ করা হলে আইডিআরএ’র চেয়ারম্যান এম শেফাক আহমেদ বাংলানিউজকে বলেন, লোকবলের অভাবে সঠিক সময়ে সব কাজ করা সম্ভব হচ্ছে না। তবে কোন কোম্পানি এমডি পদে অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫