ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এআইবিএল’র ব্যবসা উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
এআইবিএল’র ব্যবসা উন্নয়ন সম্মেলন

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৫ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দ্য ওয়েস্টিন হোটেলের সভাকক্ষে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।



শুক্রবার (১৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ব্যাংকের ১১৯টি শাখার ব্যবস্থাপক, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা  কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকদের সঙ্গে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। ব্যাংকের হিসাব তুলে ধরে কর্মকর্তারা বলেন, ২০১৪ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০২.৭৪ কোটি টাকা। বিনিয়োগ হয়েছে ১৫ হাজার ৫০২.৬৩ কোটি টাকা এবং আমদানি-রফতানির পরিমাণ ছিলো যথাক্রমে ১০ হাজার ১২৪.৪৭ কোটি ও ৭ হাজার ৫৮৪.৩৯ কোটি টাকা।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালক পর্ষদের সদস্য মো. হারুন-অর-রশীদ খাঁন, আব্দুল মালেক মোল্লা, প্রকৌশলী খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ এবং খালিদ রহীম বক্তব্য রাখেন।

এছাড়াও ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোফাজ্জেল হোসেন, কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মো. রেজাউর রহমান এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।