ঢাকা: ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উপলক্ষে ২৫ হাজার টাকা মূল্যছাড়ে ৮ লাখ ৭৪ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ন্যানো টুইস্ট। তবে এ টাকা ২৪ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকছে।
অন্যদিকে, কোনো শো-রুম থেকে ন্যানো ফ্যামিলি কারটির দাম নগদ পরিশোধ করলে মাত্র ৭ লাখ ৫০ হাজার টাকায় পাওয়া যাবে। যদি মেলায় নগদ ক্যাশ পরিশোধ করা যায় তবে কারটি পাওয়া যাবে মাত্র ৭ লাখ ২৫ হাজার টাকায়।
এ গাড়িতে একসঙ্গে চারজন প্রাপ্ত বয়স্ক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। গাড়ির ভেতরে বেশ খানিকটা জায়গা ও পাশপাশি বসার স্থান এমনভাবে করা হয়েছে, যাতে গাড়িতে ঢুকতে বা বেরোতে কোনো অসুবিধা না হয়।
এছাড়া স্বল্প মূল্যের গাড়িতে রয়েছে বিদ্যুতের সাহায্যে চলা পাওয়ার স্টিয়ারিংসহ একটি চার মিটার টার্নিং রেডিয়াস এবং বড় কাঁচের সার্ফেস।
বাণিজ্য মেলায় ন্যানোর প্যাভিলিয়ন থেকে জানা গেলো আরো কিছু ছাড়ের খবর।
নিটল মোটরস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ (সেলস অ্যান্ড মার্কেটিং) মাহমুদ রাসেল বলেন, মেলা উপলক্ষে এ গাড়ির ডাউন পেমেন্টেও এক লাখ টাকা ছাড় দেওয়া হয়েছে। শো-রুমে ডাউন পেমেন্ট দিতে হতো তিন লাখ টাকা কিন্তু মেলা উপলক্ষে মাত্র দুই লাখ টাকাতেই গাড়িটি নিতে পারবেন ক্রেতারা।
এছাড়া মেলায় ক্রেতারা ন্যানোসহ যেকোনো পণ্য স্পট বুকিং
দিলে উপহার দেওয়া হচ্ছে টিভি অথবা ফ্রিজ।
৬২৪ সিসি ন্যানো টুইস্ট গাড়ির ধরন দুই সিলিন্ডার এমপিএফআই। ইঞ্জিনের সর্বাধিক শক্তি ৩৮ পিএস। এর সর্বাধিক গতি একশ’ পাঁচ কেএমপিএইচ। গাড়িতে ফুয়েল ট্যাঙ্কারের ধারণ ক্ষমতা ১৫ লিটার।
ন্যানো প্রতি কিলোমিটারে মাত্র ৯২ দশমিক ৭ গ্রাম কার্বন ত্যাগ করে বলে খুবই পরিবেশ অনুকূল ও জ্বালানি সাশ্রয়ী গাড়ি বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।
ন্যানোর প্যাভিলিয়ন থেকে আরো জানা যায়, গাড়িতে রয়েছে আকর্ষণীয় ফিচার।
ডোর ট্রিমস, ডুয়েল গ্লাব বক্সেস, সিডি, এমপি থ্রি, এইড বক্স, এইউএক্স, ইউএসবি, এবং ব্লুটুথসহ মিউজিক সিস্টেম। সামনে ও পেছনে স্পিকার ও প্রিমিয়াম সিটস। ইন্টিগ্রেটেড স্পিকারসহ বেয়ার পার্সেল শেলফ। সামনে ও পেছনে সিট বেল্ট রয়েছে। গাড়ির ভেতরে রয়েছে স্বচ্ছ আলো এবং মাঝখানে উঁচু স্টপ ল্যাম্প।
মেলাতে ন্যানো টুইস্টে ক্রেতা আগ্রহ বেড়েছে বলে জানান, মাহমুদ রাসেল।
এছাড়া গাড়ির সব দরজায় রয়েছে ম্যাগাজিন এবং কয়েন হোল্ডার। স্লাইডারসহ ড্রাইভার সিটও রয়েছে। কম জ্বালানিতে সাংকেতিক ল্যাম্প ও পেছনের আসন ভাঁজের ব্যবস্থা রয়েছে।
ন্যানো টুইস্টে স্টাইল ফিচারও রয়েছে। যেমন বডি কালার বাম্পার্স ও বডি কালার ডোর হ্যান্ডেলস। এছাড়া সামনে ভাইপার এবং ওয়াশার, ক্লিয়ার লেন্স, হেডল্যাম্প, টেলল্যাম্প এবং স্টাইলিশ হুইল কভারও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬/আপডেট: ১৪৫৬ ঘণ্টা