ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কোলন ক্যান্সারের ঝুঁকি কমবে বিস্কুটে

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
কোলন ক্যান্সারের ঝুঁকি কমবে বিস্কুটে ছবি: জিএম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমানে বিশ্বে নারী-পুরুষ উভয়ের শরীরে বাসা বাঁধছে কোলন ক্যান্সার। পেটের অতিরিক্ত মেদ কোলন ক্যান্সার হওয়ার একটি বড় কারণ বলে জানায় গবেষকরা।

তবে খাবার ও কিছু নিয়মের মাধ্যমে মারাত্মক এই ব্যাধিটি প্রতিরোধ করা যায়।
 
সেই ধারাবাহিকতায় কোলন ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এসেছে ডাইজেস্টিভ বিস্কুট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইপিএফ) বিশেষ ধরনের এই বিস্কুটটি প্রদর্শন করা হচ্ছে।

স্টল থেকে জানা গেছে, এই বিস্কুটে রয়েছে হাই ফাইবার যা খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমবে। এছাড়া এতে রয়েছে কোষ্ঠ-কাঠিন্য ও পেটের মেদ কমানোর জন্য বিশেষ ধরনের উপাদান।
 
একটি কার্টনে  ১২ প্যাকেট ডাইজেস্টিভ হাই ফাইবার বিস্কুট রয়েছে। ১২৫ গ্রাম ওজনের প্রতিটি প্যাকেটের দাম মাত্র ২০ টাকা। এক প্যাকেটে রয়েছে আবার ১৫ থেকে ১৬ পিস বিস্কুট।

ইসপগুল বা ইসপগুলের ভূষির মতো উপাদানও আছে এই বিস্কুটে। যা কোষ্ট-কাঠিন্য রোধ করবে বলে জানা গেছে।
 
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী শাহরিয়ার মাসুদ বাংলানিউজকে জানান, ডাইজেস্টিভ হাই ফাইবার বিস্কুট খেলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমবে। কারণ এতে ব্যবহার করা হয়েছে হাই ফাইবার। স্বাস্থ্য সচেতনত হলে কোলন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। সেই বিষয় মাথায় রেখে বিস্কুটটি বাজারে এনেছি। কোষ্ঠ-কাঠিন্য রোধসহ মেদ কমাতে বিস্কুটটি ‍ভূমিকা রাখবে বলে জানান মাসুদ।
 
স্টলে  অলিম্পিক লাইট বাইট বিস্কুট প্রদর্শন করা হচ্ছে। অলিম্পিক লাইট বাইট সুগার ফ্রি বিস্কুটে কোনো সুগার নেই। যা ডায়াবেটিক ও বাড়তি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে।
 
মেলাতেই প্রথম প্রদর্শন করা হচ্ছে লাইট বাইট বিস্কুট। স্টল থেকে জানা গেছে, এটি স্বাস্থ্য সম্মত বিস্কুটে রয়েছে নানা ধরনের উপকারী উপাদান। এর বাজার দামও মাত্র ২০ টাকা।
 
লো গ্লেমিক ইনডেক্স (জিএল) ফুড. অলিম্পিক লাইট বাইট সুগার ফ্রি বিস্কুট এ লো জিএল ফুডের গুণাগুণ রয়েছে। যা নির্দিষ্ট হারে রক্তে এনার্জি উৎপাদন করে এবং তা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়। ফলে রক্তে দ্রুত সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।
 
জিরো কোলেস্টেরল: লাইট বাইট বিস্কুটে কোনো কোলেস্টেরল অথবা ফ্যাট নেই। এতে করে হৃদপিণ্ডের ক্ষতির সম্ভাবনা নেই। এতে রয়েছে উন্নত মানের গমের ময়দা যা বিস্কুটের গুণাগুণ নিশ্চিত করেছে বলে স্টল থেকে জানানো হয়।
 
নতুন সুগার ফ্রি মচমচে ও সুস্বাদু বিস্কুট সব স্বাস্থ্য সচেতন মানুষের জন্য উপযোগী বলে জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।