ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবি প্রতিনিধিদের ওয়ালটন কারখানা পরিদর্শন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
এডিবি প্রতিনিধিদের ওয়ালটন কারখানা পরিদর্শন

ঢাকা: দেশি ব্র্যান্ড ওয়ালটনের উৎপাদন প্রক্রিয়া এবং কর্মপরিবেশ দেখতে প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এ সময় তারা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।



শুক্রবার(১৬ জানুয়ারি’২০১৫) এডিবির প্রধান অর্থনীতিবিদ শাং জিন ওয়ের নেতৃত্বে এডিপি প্রতিনিধিদল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করে। ৮ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, সিনিয়র ইকোনমিস্ট ভালেরি মার্চার বস্ন্যাকম্যান, প্রিন্সিপাল কান্ট্রি ইকোনমিস্ট জাহিদ হোসাইন, সিনিয়র ইকোনমিক্স অফিসার শামসুর রহমান, সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট বিদ্যুৎ কুমার সাহা, ইকোনমিস্ট গোলাম মর্তুজা এবং অ্যাডমিনিস্ট্রেশন ও ফিন্যান্স বিভাগের প্রধান মারুফ হোসেন।

এডিবির প্রতিনিধিরা ওয়ালটনের বিভিন্ন উৎপাদন ইউনিট, বিশেষ করে ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার এবং মোটরসাইকেল তৈরির বিভিন্ন পর্যায় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

প্রতিনিধিদলের নেতা শাং জিন ওয়ে বলেন, ওয়ালটনের প্রবৃদ্ধি চোখে পড়ার মতো। তারা অল্প সময়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য নিজেরাই তৈরি করতে সক্ষম হয়েছে। দেশের বাজারে দ্রুত সফলতা পেয়েছে।

কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি বলেন, কারখানায় কর্মরত শ্রমিকদের প্রতি প্রতিষ্ঠানটি খুবই যত্নশীল, যা এ দেশের অন্যান্য কোম্পানির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।

জানা গেছে, বাংলাদেশের ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল খাতের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করতে ওয়ালটনের হাইটেক ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করা হয়েছে। বিশেষ করে দেশের সম্ভাবনাময় খাতগুলো সম্পর্কে ধারণার আলোকে এডিবির পরবর্তী (২০১৬-২০২০) কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি তৈরি করা হবে।

বাংলাদেশ সময়: ১৩১৮ জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।