ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক ও দুই টাকার কয়েন-নোট চালু থাকবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
এক ও দুই টাকার কয়েন-নোট চালু থাকবে

ঢাকা: একদিনের কম সময়ের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তার দেওয়া বক্তব্যের সংশোধনী দিয়ে বললেন, বাজারে যে ধাতব মুদ্রার পাশাপাশি এক ও দুই টাকার নোট রয়েছে সেগুলো চালু থাকবে।

সোমবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে আন্তর্জাতিক অটিজম এবং অর্থোপেডিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ-তথ্য জানান।



তিনি বলেন, এক ও দুই টাকার নোট এখনই উঠিয়ে দেওয়া হচ্ছে না। বাজারে যেসব নোট রয়েছে সেগুলো চলতে থাকবে। এটি একটি প্রক্রিয়া। যখন সবকিছুর মূল্য পাঁচ টাকা এবং ১০ টাকায় চলে আসবে তখনই এক ও দুই টাকার নোট তুলে দেওয়া হবে।

৬/৭ টাকার মতো ভাঙতি কিভাবে দেওয়া হবে জানতে চাইলে আবুল মাল আবদুল মুহিত বলেন, যখন এটা কর্যকর হবে। তখন এক বা দুই টাকার ভাঙতির প্রয়োজন হবে না।

এর আগে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে। শিশুদের বিষয়টি যেমন জানতে হবে। তেমনি পরিবার ও সমাজকেও সচেতন হতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়(বিএসএসইউ) এর উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ড. শাহেলা খাতুন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের(বিএমএ) মহাসচিব ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

সচিবালয়ে রোববার(১৯ জানুয়ারি’২০১৫) দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থসচিব মাহবুব আহমেদ, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে ভ্যাট আইন সংশোধন নিয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী।

বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সর্বনিম্ন মুদ্রা হবে ৫ টাকা। বাজারে প্রচলিত এক টাকা ও দুই টাকার মুদ্রা ও কাগুজে টাকার প্রচলন থাকবে না। প্রচলিত এই মুদ্রা বাজার থেকে উঠিয়ে নিতে প্রায় তিনশ কোটি টাকা লাগবে জানিয়ে তিনি বলেন, এই মুদ্রা ও কাগুজে টাকা উঠিয়ে নেওয়ার পর পাঁচ টাকার নতুন নোট চালু করা হবে।  

এতে কারা বেশি লাভবান হবেন সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, সরকারের চেয়ে সাধারণ মানুষই বেশি লাভবান হবেন। ব্যবহার অযোগ্য টাকা নিয়ে মানুষকে আর ঘুরতে হবে না।

বাজারে এক টাকা ও দুই টাকার চকলেট আছে তা কেনার সময় কী হবে এমন প্রশ্নও তোলা হয় সাংবাদিকদের পক্ষ থেকে। তার উত্তরে বিস্ময় প্রকাশ করে অর্থমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, বাজারে কী এক টাকায় চকলেট পাওয়া যায়?

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

** জানেনা বাংলাদেশ ব্যাংক, জানেনা মন্ত্রণালয়
** ১ ও ২ টাকার নোট- কয়েন থাকছে না

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।