ঢাকা: সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক(ডিএমডি) পদে যোগদান করেছেন হাসান ইকবাল, মিসেস আফরোজা গুল নাহার ও মিসেস হোসনে আরা বেগম।
হাসান ইকবাল এর আগে সোনালী ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে সম্মানসহ প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভোয়াগ গ্রামে।
মিসেস আফরোজা গুল নাহার এর আগে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রি-ইকোনোমিকস-এ সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার লাহিড়ি গ্রামে।
মিসেস হোসনে আরা বেগম এর আগে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রূপালী ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাড়ি শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫