ঢাকা: বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিসিপিসিএল)’ গঠনের ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৯ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূইঞা সাংবাদিকদের জানান, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি (নওপাজেকো) লিমিটেড, বাংলাদেশ এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি), চায়নার যৌথ উদ্যোগে গঠিত ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড (বিসিপিসিএল) গঠনের ভূতাপেক্ষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী চীনে গেলে গত বছরের ৯ জুন এ বিষয়ে চুক্তি সই হয়।
এ যৌথ কোম্পানি ইতোমধ্যে পটুয়াখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫