ঢাকা: বিসিআইএমের বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন দায়িত্ব পাওয়ার পর সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান কাজী আকরাম উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।
বাংলাদেশ, চীন, ভারত ও মায়ানমারের জোট-বিসিআইএম। এ চারটি দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্যই বিজনেস কাউন্সিল গঠন করা হয়েছে। কাজী আকরাম উদ্দিন সংগঠনটির চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য দায়িত্ব পান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী বিসিআইএম বিজনেস কাউন্সিলকে আরো কার্যকর করতে বলেন।
বিসিআইএমের মাধ্যমে সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের কানেকটিভিটি আরো বৃদ্ধি পাবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশের আগে বিসিআইএম বিজনেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্বে ছিল চীন।
এ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের একটি সফলতা হিসেবে দেখা হচ্ছে। যা গত বছর প্রধানমন্ত্রীর চীন সফরের ধারাবাহিক সফলতারও একটি অংশ হিসেবে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় এফবিসিসিআইয়ের সভাপতির সঙ্গে ছিলেন সংগঠনটির প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সহ-সভাপতি হেলাল উদ্দিন।
বাংলাদেশ সময়: ২১২১ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫