ঢাকাঃ ৩ বছর পরে অর্থাৎ ২০১৮ সালের পর কোনো শেয়ার বিল্ডিং এ চলমান কারখানায় ক্রেতারা আর অর্ডার দেবে না বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মোঃ আতিকুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর পলিসি রিসার্স ইন্সটিটিউট(পিআরআই) কনফারেন্স কক্ষে 'রেগুলেটরি চ্যালেঞ্জ ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট' শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্রেতারা আরও দুই বছর আগে আমাদের জানিয়েছিল, ৫ বছর পরে তারা শেয়ার্ড বিল্ডিং-এ অর্ডার দেবে না। এরইমধ্যে ২ বছর পার হয়ে গেছে। অনেক উদ্যোক্তাই কারখানা স্থানান্তর করতে চাইলেও গ্যাস সংযোগ না পাওয়ার কারণে এগুতে পারছেন না।
অন্যদিকে প্রতিযোগী দেশগুলো জিএসপি পেয়ে যাচ্ছে। পোশাক শিল্প গভীর সঙ্কটের মধ্যে আছে। এর মধ্যে রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন ক্রেতারা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ এস এ সামাদ।
পিআরআই চেয়ারম্যানঅর্থনীতিবিদ ড. জায়েদী সাত্তার বলেন, বাংলাদেশ বিশ্বমান অনুসরণ করতে পারে। বন্দরের অবকাঠামো আরও উন্নয়ন করতে হবে। পাশাপাশি বন্দরের সেবা দানের সক্ষমতার ওপরও জোর দিতে হবে।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে পিআরআই এর ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি ভালো কিন্তু এটাও সত্যি যে প্রতিযোগী দেশসমূহ যেমন চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ভালো করছে আরও উল্লেখযোগ্যভাবে। তাছাড়া ব্যবসায়িক বিভিন্ন পলিসিতেও কিছু পরিবতর্ন আনা উচিত।
বাংলাদেশ সময়ঃ ১৫০৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫