ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে চার্জ ২০ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে চার্জ ২০ টাকা

ঢাকা: অন্য ব্যাংকের বুথ থেকে টাকা উত্তোলনের চার্জ ২০টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নিদের্শনা কার্যকর হবে।



মঙ্গলবার (২০ জানুয়ারি ২০১৫) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, এক ব্যাংক গ্রাহকের অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের চার্জ হবে (ভ্যাটসহ) ২০টাকা। একইভাবে স্থিতি অনুসন্ধান(ব্যালেন্স) ও ক্ষুদে বিবরণী চার্জ( মিনি স্টেটমেন্ট) জানতে ভ্যাটসহ ৫টাকা চার্জ নেওয়া হবে। চার্জের এই টাকা কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম সেবা প্রদানকারী ব্যাংকে পরিশোধ করবে।

তবে কার্ড ইস্যুকারী ব্যাংক গ্রাহকের কাছ থেকে টাকা উত্তোলনের চার্জ বাবদ ১৫টাকার বেশি আদায় করতে পারবে না। স্থিতি অনুসন্ধান ও ক্ষুদে বিবরণী চার্জ (ভ্যাটসহ) ৫টাকা দিতে হবে গ্রাহককেই।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।