ঢাকা: দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিদের বাণিজ্য সেবা দিতে প্রাইম ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংক।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি সই হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন, প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান এবং কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জং ইয়ং পার্ক।
এসময় প্রাইম ব্যাংকের ইন্টরন্যাশনাল ডিভিশনের এভিপি-মামুনুর রশিদ, খান মোহাম্মদ আবু মুহিত এবং কোরিয়া এক্সচেঞ্জ ব্যাংকের হেড অব টিম- চোই সিওন জং, জুং জিন কিউন, জিএম-কিম জি ইয়ং, রিটেইল বিজনেস ডিভিশনের চো আরিপ এবং প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চুক্তির ফলে প্রাইম ব্যাংক কোরিয়ায় বসবাসরত প্রবাসীদের রেমিটেন্স ও হিসাব সংক্রান্ত সেবা প্রদান করবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫