ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাণিজ্য মেলা

মেয়েদের পছন্দের তালিকায় হং কং পুথির নেকলেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
মেয়েদের পছন্দের তালিকায় হং কং পুথির নেকলেস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মেলা মানেই মার্কেট থেকে একটু ভিন্ন রকম। যেখানে বান্ধবীরা মিলে একসঙ্গে অনেকগুলো দোকান ঘুরে কিনবে পছন্দের বিভিন্ন জুয়েলারি, পোশাক কিংবা জুতা।



এরপর বাসায় গিয়ে সবাইকে দেখিয়ে বলবে ‘দেখতো আমার এটা কেমন হয়েছে’। তাকে দেখে অন্যরাও আসবে মেলায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে মেলায় গিয়ে দেখা গেলো হং কং ফ্যাশনের স্টলে পাওয়া যাচ্ছে এমন কিছু ব্যাতিক্রমী পণ্য। যা কিনতে কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী ও বাড়ির বউরাও স্বামীকে নিয়ে ভিড় জমিয়েছেন এ স্টলে।
 
অন্য পণ্যের মধ্যে স্টলটিতে পুথির নেকলেসের চাহিদা সবচেয়ে বেশি। ক্রেতাদের কাছ থেকে যার দাম রাখা হচ্ছে ২০০ টাকা। তবে এর আগে এর মূল্য ছিলো ৪৫০ টাকা। এমনটি জানালেন স্টলের ইনচার্জ থাং।

নেকলেস ছাড়াও স্টলে ৩৫০ টাকায় পাওয়া যাচ্ছে গোল প্লেটের চেইন, ঘড়ির ব্রেসলেট ৬০০, ১০০ থেকে ২০০ টাকা মূল্যের ব্রেসলেট, হেয়ার রিং, চুলের কাটার, মাথার টিকলি, টেবিল ম্যাডসহ বিভিন্ন ধরনের জুয়েলারি আইটেম।

থাং জানান, শুরুর দিকে এই পণ্যগুলোর দাম বেশি ছিলো। কিন্তু ক্রেতা কম বলে প্রতিটি পণ্য অনুযায়ী দাম কমিয়ে রাখা হচ্ছে।
বন্ধুর সঙ্গে নেকলেস কিনতে এসেছেন নন্দিতা। তিনি বলেন, ব্ল্যাক কালারের এই পুথির নেকলেসটি অনেক দিন ধরে খুঁজছিলাম। মেলায় ঘুরতে এসে পেয়ে গেলাম। তাই কিনেও ফেললাম। আমারটা দেখে বান্ধবীরাও পছন্দ করবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।