ঢাকা: আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০১৪ পেয়েছে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।
মঙ্গলবার(২০ জানুয়ারি) হোটেল সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে বসুন্ধরা গ্রুপের(সিমেন্ট) ডিএমডি প্রকৌশলী একেএম মাহবুব-উজ-জামান’র হাতে পদক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সিমেন্ট খাতে মোট ৬টি কোম্পানিকে আইসিএমএবি (ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজম্যান্ট অ্যাকাউনটেন্ট অব বাংলাদেশ) অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এগুলো হচ্ছে হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এমআই সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট ও প্রিমিয়ার সিমেন্ট মিলস্ লিমিটেড।
পদকের জন্য মনোনয়ন প্রদানের ক্ষেত্রে কোম্পানির ব্যবস্থাপনা, বিজনেস অ্যানালাইসেস, কোয়ানটিটিস ফ্যাক্টর, প্রফিটিবিলিটি ও লিকুইডিটি এন্ড ফান্ডিং
ফ্লেক্সিবিলিটি বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান আইসিএমএবি প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ।
১৯৯২ সালে মংলা শিল্পাঞ্চলে প্রতিষ্ঠা করা হয় মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতেও সাফল্যের ধারবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়। দক্ষ ব্যবস্থাপনা ও ব্যবসায়িক সততার কারণে মেঘনা সিমেন্ট ২০১২ অর্থ বছরে ৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৭৬৯ টাকা নিট মুনাফা অর্জন করতে সক্ষম হয়। আর ২০১৩ সালে নিট মুনাফা করেছে প্রায় ১৪ কোটি টাকা।
এ বছর ১৪ টি ক্যাটাগরিতে ৬৬ টি প্রতিষ্ঠানকে আইসিএমএবি পদক প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫