ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জালালউদ্দিন সোনালী ব্যাংকের ডিএমডি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
জালালউদ্দিন সোনালী ব্যাংকের ডিএমডি

ঢাকা: মোহাম্মদ জালালউদ্দিন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়ে গত রোববার সোনালী ব্যাংক লিমিটেডে যোগদান করেছেন। এর আগে দীর্ঘ ৩২ বছর তিনি অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে মেজরসহ এমবিএ সমাপ্ত করে ১৯৮৩ সালে তিনি অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করে সর্বশেষ মহাব্যবস্থাপক হিসেবে বিভিন্ন বিভাগ, কর্পোরেট শাখা এবং সার্কেলের দায়িত্ব পালন করেন। সিটি ব্যাংক নিউইয়র্কসহ দেশ-বিদেশে ব্যাংকিংয়ে প্রশিক্ষণ লাভ করেন।

১৯৮৪ সালে ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি  ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।