ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪০ হাজার টাকায় আকর্ষণীয় নৌকাঘড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
৪০ হাজার টাকায় আকর্ষণীয় নৌকাঘড়ি ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দাম একটু বেশি হলেও সুন্দর ও অন্যরকম জিনিসের প্রতি সবার আকর্ষণ থাকে। তাই তো বাণিজ্য মেলায় এবার এসেছে আকর্ষণীয় নৌকাঘড়ি।

এর মূল্য মাত্র ৪০ হাজার টাকা। ঘড়িটির বিশেষত্ব হলো, এটি মার্বেল পাথরের তৈরি।

শুধু কী তাই! বাণিজ্য মেলায় ১৩ নম্বর স্টলের এ পাকিস্তানি প্যাভেলিয়নে রয়েছে মার্বেল পাথরের তৈরি বিভিন্ন পণ্য। যেগুলোর দাম একটু বেশি হলেও ব্যবহারে ঘরের সৌন্দর্য ও আকর্ষণীয়তায় নজর কাড়বে সবার। আর পাথরের তৈরি বলে টেকসইয়ের দিক থেকেও রয়েছে শতভাগ নিশ্চয়তা।

স্টল ইনচার্জ মো. ফোরকান জানান, মেলা উপলক্ষে আরেকটি নতুন পণ্য আনা হয়েছে। নাম ক্যান্ডেল স্ট্যান্ড। মার্বেল পাথরের তৈরি এ স্ট্যান্ডটির মূল্য ধরা হয়েছে ১০ হাজার টাকা।

তিনি জানান, রাইস ডিশ দুই হাজার ২শ’ টাকা, জগসহ গ্লাস সেট দুই হাজার ৫শ’ টাকা, ড্রিঙ্কস সেট দুই হাজার ৬শ’ টাকা ও বাটি সেট চার হাজার টাকায় ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছে।

ভিন্ন ডিজাইনের ফুলের টব পাওয়া যাচ্ছে এক হাজার থেকে শুরু করে আট হাজার টাকায়। তসবী ২শ’ ৫০ টাকা, আগুরের শোপিস ৭শ’ টাকা, ছোট বড় হরেক রকমের শোপিস ৩শ’ থেকে এক হাজার ২শ’ টাকায় পাওয়া যাচ্ছে এ প্যাভেলিয়নে।

এছাড়াও মাছ, ঘোড়া, আপেলের শোপিস, ছোট ছোট বাটি, গ্লাস, সিগারেটের অ্যাশট্রেসহ বাহারি ডিজাইনের সব পণ্য রয়েছে বলে জানান ফোরকান।
স্টলে এসে পছন্দের বাটি সেটের দাম করছেন সাফিয়া হক।

বললেন, মার্বেল পাথরের প্রত্যেকটি পণ্য দেখতে সুন্দর ও আনকমন। এ ধরনের পণ্য শুধু এখানেই পাওয়া যাচ্ছে। তাই দাম একটু বেশি হলেও কিনতে হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

** হাজির বিরিয়ানির প্রতারণা এবারও!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।