ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): সারাদেশের ন্যায় ব্যাপক আয়াজনের মধ্য দিয়ে বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৫ পালিত হয়েছে।

সোমবার (২৬জানুয়ারি) সকাল ১০টায় কাস্টমস, সিঅ্যান্ডএফ ও ব্যবসায়ী কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস ইন্টিলিজেন্স ও ওডিট) সুলতান মো. ইকবাল, বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহিদুল ইসলাম, বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মাহাবুবুজ্জামান, বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাবেক সভাপতি সামসুর রহমান, সহসভাপতি নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মহাসিন মিলন, জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিমসহ আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ ব্যবসায়ীরা।

পরে বেলা ১২টায় কাস্টমস ক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের এক মতবিনিময় সভা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।