হিলি (দিনাজপুর): ভারতের ৬৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।
তবে স্বাভাবিক রয়েছে বন্দরের ওয়ার হাউজে পণ্য ওঠা-নামা ও ছাড়ের কার্যক্রম।
বন্দরের বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক এসএম হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার।
অপরদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেলা ১১টায় হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫