ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলিতে কাস্টমস দিবস পালিত

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
হিলিতে কাস্টমস দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরে আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০১৫ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার হিলি শুল্ক স্টেশনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বেলা ১১টায় পানামা বন্দরের অভ্যন্তরে হিলি শুল্ক স্টেশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

পরে হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মহিববুর রহমান ভুঞার সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হিলি শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সাবেদ আলী।

আরো বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহারুল ইসলাম, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ. সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, ব্যবসায়ী হারুন উর রশীদ হারুন, জামিল হোসেন চলন্ত প্রমুখ।

এরপর শুল্ক স্টেশন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য  র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শুল্ক স্টেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে পানামা হিলি পোর্টের কর্মকর্তা-কর্মচারী,  আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, কর্মচারী ও বন্দরের কুলি এবং শ্রমিকসহ সব শ্রেনি-পেশার মানুষ অংশ নেয়।

এদিকে, আন্তজার্তিক কাস্টমস দিবস উপলক্ষে পানামা হিলি পোর্ট, শুল্ক স্টেশন কার্যালয় এবং স্থলবন্দরের পণ্য প্রবেশ গেট জিরোপয়েন্ট থেকে পানামা হিলি পোর্ট পর্যন্ত রাস্তার দুই পাশে আলোকসজ্জা, ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।