ঢাকা: সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ হবে বলে হুঁশিয়ার জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিরোধীদলের আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টিকারীদের কথাটি মনে রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী।
সোমবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ার জানান।
অর্থমন্ত্রী অভিযোগ করে বলেন, রাষ্ট্রের অভ্যন্তরে চলাফেরা বেশ বিপজ্জনক হয়ে পড়েছে। আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে।
হুঁশিয়ার জানিয়ে তিনি বলেন, এটা দমনে সবার সমর্থন প্রয়োজন। মনে রাখবেন, সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ হবে।
তিনি বলেন, আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে, অত্যাচার করার যে পদ্ধতি নেওয়া হয়েছে তা অত্যন্ত গর্হিত কাজ। এটা চলতে দেওয়া যায় না।
কাস্টমস দিবস সম্পর্কে মন্ত্রী বলেন, সীমান্ত ব্যবস্থাপনা ও রাজস্ব আহরণে কাস্টমস ভূমিকা পালন করে। আগামীতে বর্ডার ব্যবস্থাপনায় ট্রেড ফ্যাসিলিটি বাড়বে।
তিনি বলেন, কাস্টম ব্যবস্থাপনা এমন সমন্বয়ের মাধ্যমে করতে হবে যেন ব্যবসায়ীরা সহজে উত্তম সেবা পেতে পারেন। আবার জঙ্গিরা যাতে ঢুকতে না পারে তাও দেখতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫/আপডেট: ১৫১৬ ঘণ্টা