ঢাকা: মেয়েদের আকর্ষণ কারিশমা আর ছেলেদের পছন্দের তালিকায় রয়েছে গৌরব। তবে এ কারিশমা বা গৌরব ভারতীয় কোনো নায়িকা বা নায়ক নয়, এক ধরনের শাল।
শীত চলে যাচ্ছে। তবু প্রবীণদের মধ্যে চাহিদা বাড়ছে আকর্ষণীয় ডিজাইনের কাশ্মীরি ও চায়না শালের। তবে দাম বেশি হলেও ছেলেদের শালগুলোর চাহিদাও কম নয়।
সোমবার ( ২৬ জানুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কয়েকটি শালের স্টল ঘুরে দেখা গেলো কিশোরী, তরুণীসহ সব বয়সী নারীদের আকর্ষণ কাশ্মীরি বাহারি রং ও ডিজাইনের চাদরে।
রনি বুটিকসের ইনচার্জ আতাউর রহমান আতিক জানান, কাশ্মীরি শালের মধ্যে বিভিন্ন ধরনের শাল রয়েছে। শাল অনুযায়ী দামেরও রয়েছে পার্থক্য।
তিনি জানান, লিসিপি ৪ হাজার ৫শ’ থেকে ৫ হাজার ২শ’, রানী ২ হাজার ৫শ’ থেকে ২ হাজার ৮শ’, কারিশমা ৮শ’ থেকে ১ হাজার ৩শ, পরি ২ হাজার থেকে ৩ হাজার, রত্নদীপ ৬ হাজার ৪শ’ থেকে ৭ হাজার, জারা ১ হাজার থেকে ১ হাজার ৫শ’ পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
তিনি আরও জানান, নাজরাত ৩ হাজার থেকে ৪ হাজার, ওশাল ৮শ’ থেকে ১২শ’, কার্পেট ১ হাজার থেকে ২ হাজার আর শর্ট চায়না শালগুলো বিক্রি হচ্ছে ৩শ’ থেকে ৭শ’ টাকার মধ্যে।
ছেলেদের শালগুলোর মধ্যে রয়েছে গৌরব ৩ হাজার থেকে ৫ হাজার এবং রাজিব ১ হাজার থেকে ১৫শ’ টাকা পর্যন্ত।
সবচেয়ে বেশি দামের পশমিনা শালও এই স্টলে রয়েছে বলে জানান আতাউর রহমান।
তিনি জানান, পশমিনা জেন্টস শাল সর্বনিম্ন ২৮ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা দামে বিক্রি করা হচ্ছে।
আতাউর রহমান জানান, এবারের মেলায় এ পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হয়েছে কারিশমা ও চায়নার শর্ট শালগুলো।
রুপা (২৩) নামে একজন ক্রেতা জানান, কারিশমা শালগুলো দেখতে সুন্দর ও বিভিন্ন রঙের পাওয়া যায়। কামিজের সঙ্গে রং মিলিয়ে গায়ে দেওয়া যায়।
এছাড়া এগুলোর দামও কম।
গত ৩-৪ দিন ধরে আফসারা এন্টারপ্রাইজে শর্ট কারিশমার শালের কদর বেশ বেড়েছে বলে জানিয়েছেন স্টলের ইনচার্জ মো. মানিক। তিনি জানান, শীত চলে গেলেও কারিশমা শালের চাহিদা দিন দিন বাড়ছে।
তবে দাম কম ও বাহারি ডিজাইনের হওয়ায় শর্ট চায়না শালগুলোর প্রতি ক্রেতাদের আকর্ষণ বেশি বলেও জানান তিনি।
মানিক বলেন, এই স্টলে কারিশমা, ওশাল, চায়না ও ছেলেদের পশমিনাসহ বিভিন্ন ধরনের শাল পাওয়া যাচ্ছে। এগুলো সর্বনিম্ন তিনশ’ থেকে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।
দোকানে গৌরব শাল কিনেছেন বাড্ডা থেকে আসা মো. ইসমাইল (৬১)। তিনি জানান, সাড়ে চার হাজার টাকা দিয়ে একটা গৌরবের শাল কিনেছেন। এটা আগামী শীতেও গায়ে দিতে পারবেন।
কিন্তু মেয়েদের থেকে ছেলেদের শালের দাম বেশি বলেও অভিযোগ করেন এই ক্রেতা।
মেলার আলামিন এন্টারপ্রাইজ, স্নিগ্ধা বুটিকসসহ আরো কয়েকটি শালের স্টল ঘুরে একই তথ্য পাওয়া যায়। প্রায় সবগুলো স্টলেই চায়না আর কারিশমা শালের চাহিদা বেড়েছে। আর ছেলেরা স্টলে ঢুকেই খুঁজছেন গৌরবের শাল।
** মেলায় কদর বেড়েছে পাকিস্তানি ফ্লাট স্লিপারের
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫