কুড়িগ্রাম: আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ আহসান হাবীবের নেতৃত্বে সোনাহাট স্থলবন্দর থেকে একটি র্যালি বের হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
রংপুর কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের উদ্যোগে সোনাহাট স্থলবন্দর ও শুল্ক বিভাগ এই যৌথ অনুষ্ঠানের আয়োজন করে।
শুভেচ্ছা বিনিময় ও র্যালিতে ভারতের পক্ষে অংশ নেয়-কাস্টমস সুপার মুকুন্দ রাম দাস, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার ভিপেন রায়, গোলকগঞ্জ সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি গদাধর দত্ত ও সাধারণ সম্পাদক আতাউর রহমান।
বাংলাদেশের পক্ষে অংশ নেন-বিভাগীয় রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা খলিলুর রহমান, সিঅ্যঅন্ডএফ অ্যাসোসিয়েশনের সম্পাদক সরকার রকীব আহম্মেদ, আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫