ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যবসায়ীরা পিপিপিতে আগ্রহী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ব্যবসায়ীরা পিপিপিতে আগ্রহী

ঢাকা: ব্যবসায়ীরা অর্থনৈতিক উন্নয়ন ও গতিশীলতায় পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) মাধ্যমে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
 
সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


 
আকরাম উদ্দিন বলেন, ব্যবসার ক্ষেত্রে ট্রেড ফ্যাসিলিটি বড় বাধা। কাস্টমস পরিবেশ সৃষ্টি করলে ব্যবসার পরিধি বাড়বে। সুবিধা বাড়ালে দেশের ব্যবসায়ীরা পিপিপির মাধ্যমে বিনিয়োগে আগ্রহী হবেন।
 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্তরিকতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ট্রেড ফ্যাসিলিটি বাড়ানোর ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের আন্তরিকতা বাড়াতে হবে।

এক্ষেত্রে অটোমেশনের বিকল্প নেই বলে মনে করেন কাজী আকরাম।
 
তিনি আরো বলেন, বাণিজ্যের প্রসার হলে ব্যবসায়ীরা সরকারের সঙ্গে পার্টনারশিপে কাজ করতে পারবেন। এ ক্ষেত্রে কাস্টমসকে দ্রুত পণ্য খালাস করতে হবে।
 
পণ্য দ্রুত খালাসে সিঙ্গেল উইন্ডো ব্যবহার করে সময় বাঁচাতে ব্যবসায়ীদের সহযোগিতা করার আহ্বান জানান কাজী আকরাম।
 
নতুন কাস্টমস ও ভ্যাট আইনে ব্যবসায়ীদের মতামত নেওয়ার আহ্বান জানিয়ে কাজী আকরাম উদ্দিন বলেন, নতুন আইন ব্যবসায়ী-বান্ধব হবে।
 
আইনকে কার্যকর করতে ব্যবসায়ীদের মতামতকে অন্তর্ভুক্ত করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের অনুরোধ জানান তিনি।
 
তিনি বলেন, ভ্যাট ও করের আওতায় নতুন কৌশলে ব্যবসায়ীরা ভ্যাট ও শুল্ক প্রদানে অনীহা প্রকাশ করেন। তবে তা হয়রানিমুক্ত হলে ব্যবসায়ীরা আরো এগিয়ে আসবেন।
 
কাস্টমস কর্মকর্তাদের আচরণ পরিবর্তন হবে আশা করে ব্যবসায়ী নেতা কাজ আকরাম বলেন, ব্যবসায়ীরা ভ্যাট ও শুল্ক দিতে আগ্রহী। তবে কাস্টমস কর্মকর্তাদের আচরণ, মনোভাব আরো পরিবর্তন করা প্রয়োজন।
 
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমানসহ জাতীয় রাজস্ব বোর্ড সদস্যরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।