ঢাকা: বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের(ঢামেক) বার্ন ইউনিটকে সহায়তার উদ্যোগ নিয়েছেন। এ বিষয়ে গর্ভনর কার্যালয়ে সোমবার(২৬ জানুয়ারি’২০১৫) একটি সভা অনুষ্ঠিত হযেছে।
বাংলাদেশ ব্যাংকের গর্ভনর সচিবালয়ের মহাব্যাবস্থাপক এএফএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, সভা থেকে ব্যাংকিং খাতের উদ্যোগে ৩টি বার্ন ট্যাঙ্ক, ৩হাজার ৫শ বর্গফুটের ১শ শয্যা বিশিষ্ট পৃথক একটি ইউনিট স্থাপনসহ আশু জরুরি চিকিৎসা সামগ্রী ক্রয়ে প্রাথমিক পর্যায়ে নগদ ৫০লাখ টাকা অনুদান দেওয়ার এ উদ্যোগ নেওয়া হয়।
চলমান পরিস্থিতিতে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ রোগীদের সুচিকিৎসার্থে সহায়তায় ব্যাংকখাতকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ডেপুটি গর্ভনর এস.কে.সুর চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢামেক বার্ন ইউনিটের অবতৈনিক উপদেষ্টা ড. সামন্তলাল সেন, বিভাগীয় প্রধান ড. মো: আবুল কালাম এবং ড. হিমু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫