ঢাকা: ২০১৩-১৪ অর্থবছরের শেষ ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) ১৫৪ কোটি ১৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি ছিল উন্নয়ন সহযোগীদের। এর মধ্যে ঋণ হিসেবে ১২৬ কোটি ৪৭ লাখ ডলার এবং অনুদান হিসেবে ২৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরের ছয়মাসে প্রতিশ্রুতির পরিমাণ মাত্র ১০০ কোটি ৩৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে ঋণ ৮১ কোটি ২০ লাখ মার্কিন ডলার এবং অনুদান ১৯ কোটি ১৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে উন্নয়ন সহযোগীরা প্রতিশ্রুতির পরিমাণ কমিয়ে দিয়েছে প্রায় ৫৩ কোটি ৭৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিশ্রুতি কমে যাচ্ছে বলে অর্থনীতিবিদদের অভিমত।
উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতি কমে যাওয়া প্রসঙ্গে অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জাহিদ বখত বাংলানিউজকে বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি হচ্ছে। এতে করে প্রতিশ্রুতি কমে যাচ্ছে। কারণ উন্নয়ন সহযোগীরা মনে করেন, বাস্তবায়নাধীন প্রকল্প বাধাগ্রস্ত হলে নতুন প্রতিশ্রুতি দিয়ে তারা কি করবে।
তিনি আরও বলেন, পাইপলাইনে অনেক টাকা আটকা পড়ে আছে, যেটা দক্ষতার সঙ্গে উন্নয়ন কাজে অন্তর্ভুক্ত করতে পারছি না। আন্তঃমন্ত্রণালয় বিরোধের কারণেও প্রতিশ্রুতি কমে যাচ্ছে। অপরদিকে বার বার প্রকল্প পরিচালকের পরিবর্তন করলে, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি হয়। এতে করেও প্রতিশ্রুতির হারে খড়া দেখা যাচ্ছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতিরও স্থিতিশীলতা জরুরি উল্লেখ করে জাহিদ বখত বলেন, উন্নয়ন সহযোগীদের প্রতিশ্রুতির পরিমাণ বাড়াতে হলে, আমাদের প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে।
ইআরডি সূত্র জানায়, ২০১৪-১৫ অর্থবছরের ছয় মাসে উন্নয়ন সহযোগীরা অর্থছাড়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছে প্রায় ২০ কোটি ২৩ লাখ ১ হাজার মার্কিন ডলার। এতে করে দেখা যাচ্ছে, চলতি অর্থবছরের ছয় মাসে ১৫০ কোটি ১৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার অর্থছাড় করেছে তারা।
এর মধ্যে ঋণের পরিমাণ ১২৭ কোটি ৯৩ লাখ ৯০ হাজার মার্কিন ডলার এবং অনুদান ২২ কোটি ২২ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
২০১৩-১৪ অর্থবছরের ছয় মাসে মোট অর্থছাড়ের পরিমাণ ছিল ১৩০ কোটি ৯৩ লাখ ১০ হাজার মার্কিন ডলার। যার মধ্যে ঋণের পরিমাণ ছিল ১০৭ কোটি ৭১ লাখ ডলার এবং অনুদান ছিল ২৩ কোটি ২২ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
ইআরডি সূত্র আরও জানায়, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধ সক্ষমতাও কমেছে প্রায় ৪৫ লাখ মার্কিন ডলার।
সরকার চলতি অর্থবছরের ছয় মাসে ঋণ পরিশোধ করেছে ৬৩ কোটি ২৯ লাখ মার্কিন ডলার। এর মধ্যে আসল ছিল ৫৩ কোটি ৮৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার এবং সুদ নয় কোটি ৪৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
গত অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৬৩ কোটি ৭৪ হাজার মার্কিন ডলার। এর মধ্যে আসল ৫৩ কোটি ৬৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার এবং সুদ নয় কোটি ৪১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।
এবারও বিশ্বব্যাংকে পিছনে ফেলে অর্থছাড়কারী উন্নয়ন সহযোগীদের মধ্যে শীর্ষে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সংস্থাটি অর্থছাড় করেছে ৪৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। তবে দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বব্যাংক, সংস্থাটি প্রায় ৪২ কোটি ৯৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার অর্থছাড় করেছে।
অপরদিকে, ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ১২ কোটি ৮৪ লাখ ১০ হাজার মার্কিন ডলার এবং চীন ১০ কোটি ৩৭ হাজার মার্কিন ডলার অর্থ ছাড় করেছে।
বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫