ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্লাস্টিক-অপ্রচলিত পণ্য রফতানিতে ‘ক্যাশ ইনসেনটিভ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
প্লাস্টিক-অপ্রচলিত পণ্য রফতানিতে ‘ক্যাশ ইনসেনটিভ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্লাস্টিক ও অপ্রচলিত পণ্য রফতানিতে সরকার ক্যাশ ইনসেভসিভ (নগদ সহায়তা) দেবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১০ম আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার-২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।


 
২৭-৩০ জানুয়ারি অনুষ্ঠিত মেলায় বাংলাদেশসহ ১৫ দেশের প্রায় ৩৫০টি স্টল অংশ নিচ্ছে।
 
বাংলাদেশ প্লাস্টিকদ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এবং তাইওয়ানের চান চুং ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
 
তোফায়েল বলেন,পণ্যের বহুমুখীকরণে প্লাস্টিক ও অপ্রচলিত (নন-ট্রেডিশনাল) সব পণ্য রফতানিতে ক্যাশ ইনসেনটিভ দেওয়া হবে।
 
তিনি বলেন, কৃষিজাত ও প্লাস্টিক পণ্য রফতানি করে একজন ব্যবসায়ী যখন লস দেবেন, তখন তিনি এসব পণ্য রফতানিতে নিরুৎসাহিত হবেন।
 
অভ্যন্তরীণ বাজারের দিকে না তাকিয়ে বাজার বহুমুখীকরণে সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তোফায়েল আহমেদ।
 
প্লাস্টিক শিল্পনগরী করার প্রতিশ্রুতি দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা গার্মেন্টস, চামড়া শিল্পনগরী করছি। প্লাস্টিক শিল্পনগরীও করা হবে।
 
প্লাস্টিক পণ্য রফতানি ২০২১ সালের মধ্যে এক বিলিয়ন ডলার করতে আধুনিক ও সহায়তায় যা যা করা দরকার সরকার সব করবে বলেও জানান মন্ত্রী।
 
বর্তমানে এক বিলিয়ন ডলারের চামড়া রফতানি হচ্ছে। শিল্পনগরীর কারণে আগামী কয়েক বছরের মধ্যে তা ২-৩ বিলিয়ন ডলার হয়ে যাবে।
 
ব্যবসা-বাণিজ্যে দেশ যখন এগিয়ে যাচ্ছে, সে মুহূর্তে তথাকথিত আন্দোলনের নামে একটি রাজনৈতিক দল সন্ত্রাস, জঙ্গিবাদ, নাশকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।
 
তিনি বলেন, এটা আন্দোলন নয়। একটি দল সন্ত্রাস, নাশকতা, জঙ্গি তৎপরতা চালিয়ে আমাদের অগ্রযাত্রাকে ব্যহত করার অপচেষ্টা চালাচ্ছে।
 
সন্ত্রাসী, নাশকতা, জঙ্গি কার্যকলাপ করে কোনো দিন দাবি আদায় হয়নি। তাহলে রাজনীতি মিথ্যা হয়ে যাবে বলে মন্তব্য করেন তোফায়েল।
 
তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে যা করছেন, তা বন্ধ হওয়া প্রয়োজন। এ ধরনের কাজ করে বর্হিবিশ্বে বাংলাদেশকে অকার‌্যকর রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চান তিনি। এটা চলতে পারে না চলতে দেওয়া যায় না। কারণ, মিথ্যা বেশি দিন টিকে না।
 
সংলাপ সম্পর্কে তোফায়েল বলেন, অনেকে সংলাপের কথা বলেন। এক মা আরেক সন্তানহারা মাকে সমবেদনা জানাতে গিয়ে ফিরে আসেন। তাহলে কিভাবে সংলাপ হবে?
 
বিপিজিএমইএ সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, চ্যং চু ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি টাইগার লিন।
 
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।