ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উন্নয়নে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায় ১ লাখ ৩ হাজার ৫৯১ কোটি ৫৯ লাখ টাকার লক্ষ্য নির্ধারণের কথা সাংবাদিকদের জানিয়েছেন।
রাষ্ট্রীয় ব্যাংকের জন্য ৭ হাজার ৫৮ কোটি ৫০ লাখ টাকা, বিশেষায়িত ব্যাংকের জন্য ৫ হাজার ৬০০ কোটি টাকা, বিদেশি ব্যাংকের ক্ষেত্রে ৮০৩ কোটি ৬৪ লাখ টাকা, বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে ৮৬ হাজার ৫০৩ কোটি ৮৪ লাখ টাকা। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৬২৫ কোটি ৬১ লাখ টাকা।
ব্যাংকগুলো স্বপ্রণোদিত হয়ে এবারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও জানান তিনি।
কয়েক মাস ধরে চলতে থাকা রাজনৈতিক অস্থিরতার কারণে এসএমই খাতের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। গত বছরের তুলনায় এবারের লক্ষ্যমাত্রা ১৬ দশমিক ৩৫ শতাংশ বেশি ধরা হয়েছে।
গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ৮৯ হাজার ৩০ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ এ বছর ১৪ হাজার ৫৬০ কোটি ৬৫ লাখ টাকা বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫