ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২০ বছরের জন্য হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
২০ বছরের জন্য হরতাল-অবরোধ নিষিদ্ধের দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আইন করে আগামী ২০ বছরের জন্য হরতাল-অবরোধ বন্ধ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির প্রতিবাদে এক সমাবেশে এ দাবি জানান তারা।



বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত কারওয়ান বাজারে দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন বলেন, রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতি মহাসংকটের পড়েছে। সহিংস হরতাল-অবরোধ প্রয়োজনে আইনের মাধ্যমে বন্ধ করতে হবে। আমরা দাবি জানাচ্ছি আইন করে যাতে আগামী ২০ বছরের জন্য হরতাল অবরোধ বন্ধ করা হয়।

বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, পোশাক শিল্প যখনি ঘুরে দাঁড়াতে শুরু করে, তখনি রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। হরতাল-অবরোধের কারণে গার্মেন্টসগুলোর অর্ডার ৩০ শতাংশ কমে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) সভাপতি আবদুল সালাম মোর্শেদী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করুন। ব্যবসায়ীদের বিরক্ত করবেন না।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী বলেন, রাজনীতিবিদদের এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত না যাতে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। কারণ দেশ বাঁচাতে হলে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে।

এতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, বিমা ও শ্রমিক সংগঠনসহ প্রায় ৪০টি সংগঠনের ব্যানারে প্রায় তিন হাজার লোক জড়ো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

বাংলাদেশ সময় : ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।