ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়া সেনানিবাসে পপুলার লাইফ ইনস্যুরেন্স ‘ইচ্ছে ঘুড়ি’ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বগুড়া সেনানিবাসে পপুলার লাইফ ইনস্যুরেন্স ‘ইচ্ছে ঘুড়ি’ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনী ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সহযোগিতায় বগুড়া সেনানিবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইনস্যুরেন্স ইচ্ছে ঘুড়ি’ অনুষ্ঠিত হয়েছে।
 
বগুড়া সেনানিবাসের অফিসার, সৈনিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দেশের খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে বুধবার (২৮ জানুয়ারি) পপুলার লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ক্যান্টনমেন্ট’র জিওসি মেজর জেনারেল এ কে এম আব্দুল্লা হিল বাকী। বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা, এটিএন বাংলার পরিচালক মো. মনিরুল ইসলাম, এটিএন বাংলার উপদেষ্টা প্রশাসন ও মানব সম্পদ বিভাগ কর্ণেল (অব.) মীর মো. মোতাহার হাসান প্রমুখ।
 
অনুষ্ঠানে মেজর জেনারেল এ কে এম আব্দুল্লাহিল বাকী এবং ড. মাহফুজুর রহমানের কাছ থেকে পপুলার লাইফের ব্যবস্থাপনা পরিচালক বি এম ইউসুফ আলী শুভেচ্ছা ক্রেস্ট গ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।